প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ এএম

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা দেওয়ার দাবিতে দুই উপজেলায় একযোগে ১৮ স্থানে মশাল মিছিল করেছে দলীয় নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যার পরে বাজিতপুর উপজেলার রেজু মার্কেট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো মোড়ে গিয়ে শেষ হয়।
একই দাবিতে বাজিতপুর উপজেলার ১১ ইউনিয়ন, পৌরসভা ও নিকলী উপজেলার সাত ইউনিয়নে গতকাল সন্ধ্যায় মশাল মিছিল করে বিএনপি ১৮টি ইউনিট।
বাজিতপুরে মশাল মিছিল শুরুর আগে পৌরশহরের রেজু মার্কেটের সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ। একই দাবিতে নিকলী উপজেলা সদরে মশাল মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে বাজিতপুর-নিকলী আসনটি বিএনপির সবচেয়ে উর্বর এলাকা হিসাবে চিহ্নিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরসহ বিগত দুই যুগের বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলী অঞ্চলে দলের নেতা শেখ মজিবুর রহমান ইকবালই বিএনপির কাণ্ডারি ছিলেন। এ আসনের জনগণ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না।
আজকালের খবর/বিএস