
জাতীয় উদ্ভিদ উদ্যানকে আধুনিকায়ন এবং দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে একটি অত্যাধুনিক ই-টিকিটিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) জাতীয় উদ্ভিদ উদ্যান রাজধানীর মিরপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুর রফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এটুআই, আইসিটি বিভাগ ও নিকটস্থ জাতীয় চিড়িয়াখানা ও বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীগণ।
বন অধিদপ্তর এবং এটুআই এর যৌথ উদ্যোগে প্ল্যাটফর্মটি বাস্তবায়ন করা হয়েছে। অনলাইনে আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে দেশের উদ্যান ব্যবস্থাপনায় সুবিধার নতুন দ্বার উন্মোচিত হলো। এখন থেকে দর্শনার্থীরা ঘরে বসেই অনলাইনে টিকিট ক্রয় করে নির্ধারিত তারিখে সহজেই উদ্যান পরিদর্শন করতে পারবেন। এতে করে টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে, সময় বাঁচবে এবং টিকিট বিক্রির প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা পাবে। কাগজের ব্যবহার কমে যাওয়ায় এটি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শুধু সার্ভিসের মান বাড়বে না, সরকারি রাজস্বও বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফারহিনা আহমেদ পরিবেশ সুরক্ষায় ডিজিটাল প্রযুক্তির এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের অন্যান্য পরিবেশগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও ই-টিকিটিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বলেন, “প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এই আধুনিক উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। ই-টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে স্মার্ট সংরক্ষণ ব্যবস্থাপনার নতুন অধ্যায় সূচিত হলো।” এ ছাড়া এর মাধ্যমে নগরবাসীর প্রকৃতির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি এটুআই (a2i)-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মোহা: আব্দুর রফিক তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআই-এর ভূমিকা তুলে ধরেন এবং প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবাসমূহকে কীভাবে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তিনি এটুআই প্রকল্পের পরিকল্পনাগত দিকসমূহ তুলে ধরেন এবং জানান, সরকারি ডিজিটালাইজেশন কার্যক্রমে এটি অন্যতম মাইলফলক।
অনুষ্ঠানের শেষে সভাপতি বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী জাতীয় উদ্ভিদ উদ্যানকে একটি আন্তর্জাতিক মানের কেন্দ্রে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ই-টিকিটিং প্ল্যাটফর্ম বাস্তবায়নের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি টেকসই বন ব্যবস্থাপনায় ও পরিবেশ সংরক্ষণে সবাইকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
এই ই-টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে বন অধিদফতরের রাজস্ব সংগ্রহে গতি আসবে এবং উদ্যান ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে। গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার দ্বার উন্মোচিত হয়েছে। দর্শনার্থীরা খুব সহজেই myGov ডিজিটাল প্ল্যাটফর্ম বা www.nbg.portal.gov.bd বা বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড সম্বলিত টিকিট সংগ্রহ করতে পারবেন, যা স্মার্টফোন বা প্রিন্ট আউট হিসেবে ব্যবহার করা যাবে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গণসচেতনতা তৈরির ক্ষেত্রে জাতীয় উদ্ভিদ উদ্যান একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ডিজিটাল পদক্ষেপ কেবল ব্যবস্থাপনাকে আধুনিক করবে না, বরং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারি সেবার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করবে। মূলতঃ বন অধিদফতর এবং এটুআই-এর সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগ সরকারি সেবাকে নাগরিকবান্ধব ও পরিবেশ-সচেতন করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
আজকালের খবর/বিএস