শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
ঢাকায় তরুণদের নিয়ে ক্যারিয়ার মিটআপ ২০২৫ অনুষ্ঠিত হলো
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম
তরুণদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো “ক্যারিয়ার মিটআপ ঢাকা ২০২৫”। শুক্রবার (১৪ নভেম্বর) তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সুলতানুল ইসলাম। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও টিভিইটি কনসালট্যান্ট মো. তৌহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ভর্তি বিষয়ক পরিচালক কাজী তারেক উল্লাহ, দেশ পলিটেকনিকের পরিচালক মো. রবিউল হাসান, ন্যাশনাল টিউবস লিমিটেডের প্রকৌশলী আমিনুর রহমান রাসেল, অল সেবা লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার জিলানী খন্দকার এবং ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ম্যানেজার মো. জাকির হোসেন।

মূল সেশন পরিচালনা করেন বিডিজবসের এজিএম (প্রোগ্রামস অ্যান্ড অ্যাক্টিভেশনস) মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বর্তমান চাকরির বাজার, কার্যকর সিভি তৈরি, লিংকডইন প্রোফাইল উন্নয়ন ও নিয়োগদাতার প্রত্যাশা সম্পর্কে আলোচনা করেন। পরে প্রাণ–আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআরএম) জুবায়ের হোসেন রিয়েল ভাইভার প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন। বক্তারা দক্ষতা উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং ও ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মাঝে সামেশন পাবলিকেশন ও ই-বই বিতানের সৌজন্যে বই উপহার দেওয়া হয়।

ক্যারিয়ার মিটআপ ঢাকা ২০২৫-এর প্রধান পৃষ্ঠপোষক ছিল উত্তরা ইউনিভার্সিটি, এরিন কর্পোরেশন এবং দেশ পলিটেকনিক। সহযোগী হিসেবে ছিল টেকটিম পাওয়ার অ্যান্ড অটোমেশন লিমিটেড, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, অল সেবা লিমিটেড এবং জিকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিশা জাহান। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে “ক্যারিয়ার মিটআপ ঢাকা ২০২৫”-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় তরুণদের নিয়ে ক্যারিয়ার মিটআপ ২০২৫ অনুষ্ঠিত হলো
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
একটি দল ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে ভোটের বৈতরণী পার হতে চায়: সালাহউদ্দিন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি
লকডাউন, অনৈক্য এবং নির্বাচন নিয়ে শঙ্কা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft