প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:১৩ এএম

পাংশায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮ নভেম্বর) বিকেলে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রার্থী হারুন অর রশীদ হারুনের নেতৃত্বে বিশাল র্যালি বের হয়, র্যালিটি পাংশা জর্জ স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের কালিবাড়ি মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহা মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকুল সরদার, সাংগঠনিক সম্পাদকসাবেকঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রেজাউল ইসলাম রিংকু, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী খান, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান প্রামানিক প্রমূখ।
জাতীয় সংহতি দিবসের র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী এই সমাবেশ অংশ গ্রহণ করেন। র্যালিতে হাজার হাজার মানুষের সমাগম হয়।হাজার,হাজার মানুষের মিছিলে প্রকম্পিত হয় পাংশা শহর।
আজকালের খবর/ এমকে