কৃষকই দেশের মেরুদণ্ড, তাদের জীবনমান উন্নয়ন না হলে জাতীয় অর্থনীতি টিকবে নাা-এমন মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডে গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বীজ বিতরণ ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী রনি বলেন, আমরা চাই- কৃষক তার ন্যায্য মূল্য পাক, উৎপাদিত ফসলের দাম ঠিকভাবে পাক, আর সরকারি সহায়তা যেন সত্যিকারের কৃষকের হাতে পৌঁছায়। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য স্বল্পসুদে কৃষিঋণ, সার-বীজে ভর্তুকি এবং আধুনিক কৃষি সরঞ্জাম সহজলভ্য করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আ.ন.ম খলিলুর রহমান, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সরকার বাবুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ এবং বিএনপি নেতা এ.এইচ. সিরাজুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন-বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মেট্রো সদর থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন ও যুবদল নেতা সৈয়দ ফরহাদ বিন প্রবালসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে ধান ও সবজির বীজ বিতরণ করেন এম. মঞ্জুরুল করিম রনি।
স্থানীয় কৃষকরা জানান, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। এমন উদ্যোগ তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।
রনি আরও বলেন, গাজীপুরের প্রতিটি কৃষকের ঘরে হাসি ফুটানোই আমাদের রাজনীতি। দেশকে সমৃদ্ধ করতে হলে প্রথমে কৃষককে শক্তিশালী করতে হবে সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি।
কৃষকদলের নেতারা বলেন, বর্তমান সরকারের নীতিতে কৃষক বঞ্চিত হচ্ছে। বিএনপি কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
আজকালের খবর/ এমকে