প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে পারভেজ মণ্ডল (২৩) ভিয়েতনামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ভিয়েতনামের স্থানীয় সময় ৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ভিয়েতনামে মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত পারভেজ কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। অভাবের সংসারে বড় হওয়া এই যুবক ১৩ মাস আগে ৭ লাখ টাকা ঋণ ও ধার দেনা করে পরিবারের হাল ধরতে ভিয়েতনামে পাড়ি জমান।
দুর্ঘটনার আগের দিন রাতে বাবার সঙ্গে শেষ কথা হয় তার। সে সময় পারভেজ বলেন, বাবা শরীর ভালো না, কাল কাজে যাব না, ডাক্তার দেখাতে যাবো, আমার জন্য দোয়া করো। পরদিন সন্ধ্যায় মোটর সাইকেলে করে চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ গ্রামের ভিয়েতনামী প্রবাসী সজীব মণ্ডল।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পারভেজের কোম্পানিকে দিয়েছে। কোম্পানি জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে পরিবারকে মরদেহ দেখার অনুমতি দেওয়া হবে। তবে এখন পর্যন্ত পরিবারকে কোনো ছবি বা ভিডিও দেখানো হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
নিহতের মা বলেন শেষবারের মত একটু আমার ছেলেকে ছুয়ে দেখতে চাই। আমার ছেলেকে আমার বুকে ফিরে দেও, মায়ের এমন আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
আজকালের খবর/বিএস