প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রাম্য শালিশ বৈঠকে পৃথক দুটি মাছ চুরির ঘটনায় ৩ চোরকে ১ লক্ষ ২০ টাকা জরিমানা করা হয়েছে।
বৈঠকটি গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর ) রাতে উপজেলার কলবাড়ী ইউনিয়নের রুথীয়ারপাড় গ্রামে হয়।
রুথীয়ারপাড় গ্রামের ঘের মালিক চিত্ত মন্ডল বলেন একমাস আগে আমার মৎস্য ঘের থেকে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় ও সুবোধ হালদারের ছেলে সুজন হালদার মাছ চুরি করে।
এঘটনায় গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় শালিশ বৈঠকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এরআগে একই গ্রামের লোলিত রায়ের মাছ চুরির ঘটনায় বাবুল রায় নামে এক চোরকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুরির সংবাদ সংগ্রহে রুথীয়ারপাড় গ্রামে গেলে বাবুল রায় মাছ চুরির কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে বলেন আমি লোলিত রায়ের মাছ চুরি করেছিলাম এঘটনায় আমাদের গ্রামের মাতুব্বর সুনীল রায়,শিক্ষক সিবেন্দ্রনাথ রায়,শিক্ষক রামমোহন রায়সহ গ্রামের মাতুব্বররা মিলে আমাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।আমি এখনো টাকা দিতে পারিনাই।কারণ আমার থাকার এই জায়গাটুকু ছাড়া আর কিছু নাই টাকা দিব কোথা থেকে।
স্হানীয়রা জানান প্রায় একমাস আগে রুথীয়ারপাড় গ্রামের লোলিত রায়ের মাছ চুরি করে একই গ্রামের বিরেন্দ্র নাথ রায়ের ছেলে বাবুল রায় ও চিত্ত মন্ডলের মাছ চুরি করে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং সুবোধ হালদারের ছেলে সুজন হালদার।পৃথক পৃথক দুটি ঘটনায় গ্রাম্য শালিশে বাবুল রায়কে ৯০ হাজার ও সৌরভ রায় এবং সুজন হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বলে শুনেছি।এব্যপারে শালিশ বৈঠকের মাতুব্বর সুনীল রায় বলেন বৈঠকে সভাপতিত্ব করেছেন অশ্বীনি কুমার রায়।গ্রামবাসী মিলে একটা সমঝোতা করে ভবিষ্যতে যাতে আর মাছ চুরি না করে সাবধান করে বিষয়টি মিটমাট করা হয়েছে।তিনি বলেন শোনেন এইগুলি যদি এখন আপনি জানতে চান।সংক্ষিপ্ত বল্লাম এর বেশি তো আর মনে হয়না আপনার জানার দরকার আছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন রুথীয়ারপাড় চুরির ঘটনায় আমাদেরকে কেউই কিছু জানায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আজকালের খবর/ এমকে