শনিবার ১৫ নভেম্বর ২০২৫
কোটালীপাড়ায় পৃথক দুটি ঘটনায় ৩ চোরকে ১ লক্ষ ২০ টাকা জরিমানা
কামরুল হাসান, কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রাম্য শালিশ বৈঠকে পৃথক দুটি মাছ চুরির ঘটনায় ৩ চোরকে ১ লক্ষ ২০ টাকা জরিমানা করা হয়েছে। 

বৈঠকটি গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর ) রাতে উপজেলার কলবাড়ী ইউনিয়নের রুথীয়ারপাড় গ্রামে  হয়।

রুথীয়ারপাড় গ্রামের ঘের মালিক চিত্ত মন্ডল বলেন একমাস আগে আমার মৎস্য ঘের থেকে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় ও সুবোধ হালদারের ছেলে সুজন হালদার মাছ চুরি করে।

এঘটনায় গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় শালিশ বৈঠকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এরআগে একই গ্রামের লোলিত রায়ের মাছ চুরির ঘটনায় বাবুল রায় নামে এক চোরকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুরির সংবাদ সংগ্রহে রুথীয়ারপাড় গ্রামে গেলে বাবুল রায় মাছ চুরির কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে বলেন আমি লোলিত রায়ের মাছ চুরি করেছিলাম এঘটনায় আমাদের গ্রামের মাতুব্বর সুনীল রায়,শিক্ষক সিবেন্দ্রনাথ রায়,শিক্ষক রামমোহন রায়সহ গ্রামের মাতুব্বররা মিলে আমাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।আমি এখনো টাকা দিতে পারিনাই।কারণ আমার থাকার এই জায়গাটুকু ছাড়া আর কিছু নাই টাকা দিব কোথা থেকে।

স্হানীয়রা জানান প্রায় একমাস আগে রুথীয়ারপাড় গ্রামের লোলিত রায়ের মাছ চুরি করে একই গ্রামের বিরেন্দ্র নাথ রায়ের ছেলে  বাবুল রায় ও চিত্ত মন্ডলের মাছ চুরি করে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং সুবোধ হালদারের ছেলে সুজন হালদার।পৃথক পৃথক দুটি ঘটনায় গ্রাম্য শালিশে বাবুল রায়কে ৯০ হাজার ও সৌরভ রায় এবং সুজন হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বলে শুনেছি।এব্যপারে শালিশ বৈঠকের মাতুব্বর সুনীল রায় বলেন বৈঠকে সভাপতিত্ব করেছেন অশ্বীনি কুমার রায়।গ্রামবাসী মিলে একটা সমঝোতা করে ভবিষ্যতে যাতে আর মাছ চুরি না করে সাবধান করে বিষয়টি মিটমাট করা হয়েছে।তিনি বলেন শোনেন এইগুলি যদি এখন আপনি জানতে চান।সংক্ষিপ্ত বল্লাম এর বেশি তো আর মনে হয়না আপনার জানার দরকার আছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন রুথীয়ারপাড় চুরির ঘটনায় আমাদেরকে কেউই কিছু জানায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের গন্ডি পেরিয়ে ফারদিন এখন আন্তর্জাতিক অঙ্গনে
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ
ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে নির্বাচিত সরকার : শিল্প উপদেষ্টা
আজ থেকে চালু হলো পুলিশের নতুন পোশাক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি ঘাতক লিমন মিয়ার
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft