
দেশের কৃষক যাতে সরাসরি লাভবান হয়- এমন গবেষণাকেই অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, গবেষণার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত কৃষকের উৎপাদন খরচ কমানো, ফলন বৃদ্ধি এবং মুনাফা নিশ্চিত করা। কৃষক লাভবান হলে কৃষিই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।
বুধবার (৫ নভেম্বর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত গবেষণা কর্মসূচির ফলাফল মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার কারিগরি অধিবেশন আগামী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বারি’র উদ্ভাবিত প্রযুক্তি দেশের কৃষিকে আধুনিক ও টেকসই করেছে। এখন সময় এসেছে এসব গবেষণার ফল দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার। এতে কৃষকের জীবনমান উন্নত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।
উদ্বোধনী অধিবেশনে বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, বারি এ পর্যন্ত ১,৩৪৯টি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে-যার মধ্যে রয়েছে ৬৭৭টি উন্নত ও রোগ প্রতিরোধক্ষম জাত এবং ৬৭২টি উৎপাদন প্রযুক্তি। এসব প্রযুক্তি ব্যবহারের ফলে তেলবীজ, ডাল, সবজি, আলু, মসলা ও ফলের উৎপাদন দেশে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানসহ বিভিন্ন কেন্দ্রের পরিচালকবৃন্দ। এছাড়া কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রি, বিএডিসি ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।
বারি’র কেন্দ্রীয় কর্মশালায় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম কৃষকবান্ধব গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, বারি’র উদ্ভাবিত নতুন প্রযুক্তি ভবিষ্যতে কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করবে।
আজকালের খবর/বিএস