রবিবার ২৬ অক্টোবর ২০২৫
জাপানে উন্নত কর্মসংস্থান বিষয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:৩৬ পিএম
জাপানে নিরাপদ ও উন্নত ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘জাপান জব সেমিনার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
 
হাইটেক কর্পোরেশন এলএলসি, জাপান, হার্টফুল লিমিটে্‌ বাংলাদেশ এবং ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
মূলত জাপানে কাজের সুযোগের উপর পরামর্শ ও করনীয় নির্ধারন বিষয়ে এ সেমিনারে তথ্য ভিত্তিক আলোচনা ও প্রেজেন্টেশান উপস্থাপন করা হয়।
 
সেমিনারে জাপানের SSW, ইঞ্জিনিয়ারিং, TITP ইত্যাদি সহ কাজের ভিসার বিকল্পগুলি সম্পর্কে জানার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়। পূর্ণ প্রশিক্ষণ, ভিসা আবেদন সহায়তা, ভবিষ্যতে জাপানে স্থায়ীভাবে বসবাস এবং পরিবারের সদস্যদের জাপানে নেয়ার উপায় সম্পর্কে পৃথক প্রেজেন্টেশান উপস্থাপন করা হয়।
 
অনুষ্ঠানে একটি ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে এবং বক্তারা  যথাযথ গুরুত্ব সহকারে সেগুলির উত্তর দেন।
 
হাইটেক কর্পোরেশন জাপান, এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি উদ্যোক্তা ইয়োশিদা তোমোহিরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হার্টফুল লিমিটেড, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
 
হাইটেক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইয়োশিদা তোমোহিরো বলেন, আমাদের লক্ষ্য জাপানি শিল্পগুলোকে বাংলাদেশের দক্ষ এবং আধা-দক্ষ কর্মীবাহিনীর সঙ্গে সংযুক্ত করা, একটি টেকসই অভিবাসন পথ তৈরি করা। 
 
আইনগত ভাবে গ্রহনযোগ্য  ও নৈতিক অভিবাসন পথ অনুসরনের  ওপর জোর দিয়ে তিনি বলেন, এই সেমিনারটি প্রার্থীদের  SSW , ইঞ্জিনিয়ার ভিসা TTIP , এর মতো বৈধ কাজের ভিসা রুট সম্পর্কে পরামর্শের জন্য আয়োজন করা হয়েছে যাতে তারা প্রতারণামূলক অভিবাসন চ্যানেল থেকে রক্ষা পেতে পারেন।
 
হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশি কর্মীরা মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপ সহ অনেক দেশে গেছেন যেখানে তারা বিভিন্ন পেশায় কাজ করে তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রেখে চলেছেন, কিন্তু আজ সময় এসেছে প্রথাগত চিন্তা থেকে বাইরে গিয়ে নতুন সম্ভাবনার দিকে তাকানোর।
 
জাপান একটি ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে মুরাদ হাসান বলেন, ২০৪০ সালের মধ্যে তাদের ১ কোটি ১০ লক্ষ কর্মীর অভাব হবে। এটি কেবল একটি শূন্যতা নয়, এটি তাদের জন্য একটি সংকট, বরং আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কারণ আমাদের কাছে সুযোগটি কাজে লাগানোর জন্য বিশাল কর্মীবাহিনী রয়েছে।
 
ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই), সাভার, এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক (অব.), হার্টফুল লিমিটেডের পরিচালক মাহবুব সোহেল এবং হাইপারলিংক স্কিলস জাপানের পরিচালক, অপারেশন, ইরাম মাহবুবও সেমিনারে বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন।
 
সেমিনারে প্রায় ১৫০ জন নিবন্ধিত ব্যক্তি অংশগ্রহণ করেন যারা জাপানে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তোলার পরিকল্পনা করছেন ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পুরস্কৃত হলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম
নভেম্বরে ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে : তথ্য উপদেষ্টা
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
৩১ দফা বাস্তবায়নেই গণতন্ত্র ফিরবে: পোড়াবাড়িতে ধানের শীষে ভোট চাইলেন হান্নু
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপির কর্মীসহ আহত ৩
মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ
ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft