প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:০১ পিএম

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, সেনাবাহিনীর যে ২৫ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তারা সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে অপরাধ করেননি। বরং তারা সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে এসব করেছেন। তিনি ব্যাখ্যা দেন, অভিযুক্ত সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে র্যাবে যুক্ত হয়ে এসব অপকর্ম করেছেন এবং তাদের সংখ্যা মোট সেনাসদস্যের এক শতাংশেরও কম। তাই তাদের অপকর্মের দায়ভার পুরো সেনাবাহিনীকে দেওয়া যাবে না, আমি শুধু অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
বুধবার (২২ অক্টোবর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী। তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে।
আযমী বলেন, আমি মামলা করেছি মূলত দেশবাসীকে একটা ম্যাসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে; তাদের কাছে আমি ম্যাসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে, কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে।
তিনি অভিযুক্তদের জন্য সুবিচার নিশ্চিত করার ওপর জোর দেন। আযমী বলেন, তাদের ওপর জুলুম হোক, অন্যায়-অবিচার হোক এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক। তাদের যা বলার সেটা বলার সুযোগ পাক। আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন সুবিচার করেন, সেটাই আমি চাই। যে যতটুকু করেছে সে যেন ততটুকু তার পাওনা পেয়ে যায়।
আজকালের খবর/বিএস