প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:২৬ পিএম

সাবেক এমপি ও বিএনপি নেতা ও সালাউদ্দিন বাবুর ভাই দেওয়ান মইনুদ্দিন বিপ্লব স্থানীয় তাতী দলের নেতা বকুল ভুইয়াকে প্রাননাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থা থেকে রেহাই পেতে তিনি অঅইন প্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসেয়েশন মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বকুল ভুইয়া বলেন, ২০০৯ সালে ইস্টার্ন হাউজিংয়ের এলওডি মালিকের কাছ থেকে তিনি জমি ক্রয় করেন। পরে ২০০৪ সালে সরকার পরিবর্তনের পর জমিটি স্থানীয় প্রভাবশালী চক্র দখল করে নেয়। সাম্প্রতিক সময়ে তিনি জমি ফেরত নেওয়ার উদ্যোগ নিলে আওয়ামী লীগ সমর্থিত একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দেয়।
তিনি অভিযোগ করেন, তার ছেলে রনিকে ইতোমধ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং বিপ্লবের হুমকির কারণে সে বর্তমানে এলাকায় ফিরতে পারছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বকুল ভূঁইয়া দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সাবেক সংসদ সদস্যের পরিবার তার ওপর বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার ব্যবসা দখলের জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও চাঁদার দাবিসহ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তিনি বিএনপির শীর্ষ মহল ও্ আইন প্রোয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
বকুল ভূঁইয়া বলেন, আমার রাজনৈতিক উত্থানেই তাদের ঈর্ষা ও শত্রুতা শুরু হয়। আমার পরিবার এখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
আজকালের খবর/বিএস