সোমবার ২০ অক্টোবর ২০২৫
আগুন নির্বাপণ কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে: বিমান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:৪০ পিএম
আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব ফায়ার বিগ্রেড তা নেভানোর প্রক্রিয়া শুরু করে। তারপরও নির্বাপণ কাজে বিলম্বের যে অভিযোগ আসছে, তা আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২১টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী তিন দিন যেসব নন-শিডিউল ফ্লাইট আসবে, তাদের ভ্যাট-ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা।

এদিকে নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। এখনও অগ্নিকাণ্ডের স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সকাল থেকেই আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় রয়েছে সেনাবাহিনী, সিভিল অ্যাভিয়েশনসহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। 

আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা হচ্ছে। আর ৯ নম্বর গেইট দিয়ে ডেলিভারি দিচ্ছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে কার্গো কমপ্লেক্সের আশপাশে জড়ো হয়েছেন আমদানিকারকরা।

এ সময় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর স্বল্প সময়ে ফায়ার সার্ভিস আসলেও আগুন নির্বাপণে অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে অল্প সময়ের মধ্যে পুরো কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিপুল অংকের ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান তারা। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনার দাম আরও বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার
পিআর নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর
৪৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গৌরনদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
১০০ বিজ্ঞান বিষয়ক শিক্ষককে প্রশিক্ষণ দিল অক্সফোর্ডএকিউএ
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন
আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft