বুধবার ৮ অক্টোবর ২০২৫
বিশ্ব শিক্ষক দিবসে চার দফা দাবি জানালো বি কে এ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম
শিক্ষকদের পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট,ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা এবং নানা চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বি কে এ )। 

রবিবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটিন নেতারা। 

এতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মিসেস মনোয়ারা ভূঁইয়া এবং লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাক্তার আব্দুল মাজেদ, জেসমিন নাহার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনিক প্রমুখ।

চার দফা দাবির মধ্যে রয়েছে-১. শিক্ষক/শিক্ষিকাদের ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা। ২. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৩.মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। ৪.শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি অন্তভূক্ত করা। তিনি বলেন, শিক্ষকের ভূমিকা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষক হলেন সমাজ গঠনের কারিগর, জাতির দিকনির্দেশক এ ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিশ্বাস করে প্রাথমিক শিক্ষাই হলো জাতীয় উন্নয়নে ভিত্তি। একজন শিশুর হৃদয়ে যখন ভালোবাসা, শৃঙ্খলা, নৈতিকতা ও জ্ঞানচর্চার বীজ বপন করা হয়, তখন সেই শিশুটি একটি যোগ্য নাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। আর এই মহান কাজের নেতৃত্ব দেন শিক্ষক। আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত কিংবা উন্নত কারিকুলাম সব কিছুর প্রাণশক্তি হলেন শিক্ষক। শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থেকে শিক্ষক সমাজকে এগিয়ে নিচ্ছেন এব শিশুদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। কিন্ডারগার্টেন শিক্ষকরা প্রতিদিন সীমিত সুযোগ, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ত্যাগ, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। এ কারণে আমি সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর
চাঁদাবাজদের হামলায় টেটাবিদ্ধ ৩ নৌপুলিশ
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক
কমলো এলপি গ্যাসের দাম
যমুনায় পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে নদীর তীরবর্তী মানুষ
পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ পালিত
আগামী শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft