বুধবার ৮ অক্টোবর ২০২৫
শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২:৫১ পিএম
বিগত সরকারের শাসনামলের শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরী। 

রবিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, এতে বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার জিপিএ ফাইভ, অবকাঠামোগত ও আর্থিক অনিয়ম এবং এমপিও করতে দলীয় বিবেচনার বিষয়গুলো উঠে আসবে।

তিনি বলেন, নির্ভূল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এনসিটিবির বিধিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে মন্ত্রণালয়য় নিরলসভাবে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, মানসম্মত, অন্তর্ভূক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মননের বিকাশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এ সময় মাইস্টোন ট্রাজেডিতে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর
চাঁদাবাজদের হামলায় টেটাবিদ্ধ ৩ নৌপুলিশ
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক
কমলো এলপি গ্যাসের দাম
যমুনায় পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে নদীর তীরবর্তী মানুষ
পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ পালিত
আগামী শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft