রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫
বরিশালের গৌরনদীতে গত ৫ মাসে দুই ইউএনওর বদলি
কাজী রনি, গৌরনদী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম
নিজ কর্মগুনে উপজেলাবাসীর কাছে  জনপ্রিয় হয়ে ওঠেছিলেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আব্দুল্লাহ খান। গত ১৭ এপ্রিল আকস্মিক ভাবে তাকে এ উপজেলা থেকে অন্যত্র বদলি করা হয়। তার বদলি ঠেকাতে উপজেলা চত্বরে সমাবেশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রত্যাহার হয়নি বদলির আদেশ।

পরবর্তীতে এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেন বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা রিফাত আরা মৌরি। যোগদানের পর থেকেই আইন শৃংখলার উন্নতির পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন। জনকল্যানমুখী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে জনমানুষের মনে স্থান করে নেন তিনি। তবে যোগদানের ৫ মাস যেতে না যেতেই গত ২২ সেপ্টেম্বর তাকেও (রিফাত আরা মৌরি) ঝালকাঠীর রাজাপুরে বদলি করা হয়েছে। বুধবার তার শেষ কর্ম দিবসে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অপরদিকে ইউএনও রিফাত আরা’র বদলির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই স্থানীয়দের মধ্যে চরম অসন্তোস দেখা দিয়েছে। ৫ মাসের ব্যবধানে দুইজন সমান জনপ্রিয় ইউএনও বদলির ঘটনাকে অস্বাভাবিক হিসেবে বর্ননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। ভাল মানুষ গৌরনদীতে এসে বেশিদিন থাকতে পারেনা বলে অনেকই মন্তব্য করেছেন। তবে ওই দুই ইউএনও’র বদলি প্রক্রিয়া স্বাভাবিক ভাবে হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসন।

এ বিষয়ে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার বাসিন্দা খোকন আহম্মেদ হীরা বলেন, দক্ষ কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের বদলির পর আমরা তার মতই একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পেয়েছিলাম। যিনি স্বল্প সময়ের ব্যবধানে সকলের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই ইউএনও রিফাত আরা মৌরিকেও আকস্মিক বদলি করা হলো। তার এ বদলিতে আমরা হতবাক।

গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি এটা রুটিন অনুযায়ী হচ্ছে। পূর্বের দুই ইউএনও জনগনের স্বার্থে কাজ করে গেছেন। বর্তমানে যিনি আসবেন তিনিও জনগনের স্বার্থে কাজ করবেন বলে আমরা মনে করি।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, তারা দুইজনই ভাল অফিসার ছিলেন। বদলি দুইটিও স্বাভাবিক ভাবে হয়েছে। এখানে অন্য কোন কারন নেই।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪১তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দুর্জয়ের স্বর্ণ পদক অর্জন
ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ের ছবি প্রকাশ
সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
গ্লোবাল ভিসা হাব লিমিটেড: দেশের শীর্ষস্থানীয় ভিসা ও ভ্রমণসহায়ক প্রতিষ্ঠান
টঙ্গীর আগুনে এবার চলে গেলেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft