রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫
উখিয়ায় অসহায় পরিবারের হাতে নগদ সহায়তা ও শিক্ষাসামগ্রী
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২২ এএম
কক্সবাজারের উখিয়ায় প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা (কন্ডিশনাল ক্যাশ সাপোর্ট) এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার চারটি ইউনিয়নের মোট ৮৪টি পরিবারের হাতে ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী।

এতে পরিবারগুলোর আয়বর্ধনমূলক কাজে এই অর্থ ব্যয়ের সুযোগ করে দেওয়া হয়। এই অর্থ সহায়তা কেবল দৈনন্দিন ব্যয় নয়, বরং আয়বর্ধনমূলক কাজে ব্যবহার করে পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেবে। পাশাপাশি উপকারভোগী পরিবারের সন্তানদের একটি করে স্কুল ব্যাগ ও ১০টি খাতা প্রদান করা হয়, যাতে তাদের শিক্ষাজীবন সহজ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, ইউপি সদস্য ছৈয়দ হামজা ও নুরুল কবির, উখিয়া প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল আজিজ, উপজেলা সমাজসেবা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য প্রদান করেন কক্সবাজার এসিও সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম।

স্থানীয় উপকারভোগীরা জানান, এই আর্থিক সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে শিশুদের পড়াশোনা, চিকিৎসা এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করতে এটি বড় ভূমিকা রাখবে।

উপস্থিত বক্তারা বলেন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের শিশুদের শিক্ষায় বিনিয়োগ টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে দেবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪১তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দুর্জয়ের স্বর্ণ পদক অর্জন
ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ের ছবি প্রকাশ
সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
গ্লোবাল ভিসা হাব লিমিটেড: দেশের শীর্ষস্থানীয় ভিসা ও ভ্রমণসহায়ক প্রতিষ্ঠান
টঙ্গীর আগুনে এবার চলে গেলেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft