কক্সবাজারের উখিয়ায় প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা (কন্ডিশনাল ক্যাশ সাপোর্ট) এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার চারটি ইউনিয়নের মোট ৮৪টি পরিবারের হাতে ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী।
এতে পরিবারগুলোর আয়বর্ধনমূলক কাজে এই অর্থ ব্যয়ের সুযোগ করে দেওয়া হয়। এই অর্থ সহায়তা কেবল দৈনন্দিন ব্যয় নয়, বরং আয়বর্ধনমূলক কাজে ব্যবহার করে পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেবে। পাশাপাশি উপকারভোগী পরিবারের সন্তানদের একটি করে স্কুল ব্যাগ ও ১০টি খাতা প্রদান করা হয়, যাতে তাদের শিক্ষাজীবন সহজ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, ইউপি সদস্য ছৈয়দ হামজা ও নুরুল কবির, উখিয়া প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল আজিজ, উপজেলা সমাজসেবা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য প্রদান করেন কক্সবাজার এসিও সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম।
স্থানীয় উপকারভোগীরা জানান, এই আর্থিক সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে শিশুদের পড়াশোনা, চিকিৎসা এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করতে এটি বড় ভূমিকা রাখবে।
উপস্থিত বক্তারা বলেন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের শিশুদের শিক্ষায় বিনিয়োগ টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে দেবে।
আজকালের খবর/ এমকে