বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫
সিভিল এভিয়েশনে আইসিএও ন্যশনাল ইন্সপেক্টরস কোর্সের সনদপত্র প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম
সিভিল এভিয়েশন একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশনের (DFT) সহযোগিতায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিষয়ক আইসিএও ন্যশনাল ইন্সপেক্টরস কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সটি ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর শেষ হয়েছে।

উক্ত কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সিভিল এভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে  বেবিচক চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান (বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তাদের হাতে সনদপত্র বিতরণ করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- বেবিচকের সদস‍্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল (বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি-পি) এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। 

বেবিচকের চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, নিত্য নতুন বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরসমূহের নিরাপত্তা তদারকিতে এ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাস এবং ব্রিটিশ DFT-কে তাদের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

উল্লেখ্য, যুক্তরাজ্য থেকে আগত দুইজন AVSEC Instructor সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করেন। কোর্সে অংশগ্রহণকারী বেবিচকের নিরাপত্তা বিভাগের ২০ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদপত্র অর্জন করেছেন।

আজকালের খবর/ওাার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বঙ্গোপসাগরে লঘুচাপ টানা ৫ দিন বৃষ্টির আভাস
লড়াইটাও করতে পারলো না বাংলাদেশ
ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
আরো সাশ্রয়ী দামে গুরু এনার্জি ড্রিংকস
ফরেন রিজার্ভ বৃদ্ধিতে মুদ্রার আয় ও ব্যয়ের ভারসাম্যতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ
‘উলিপুরে প্রতিমা ভাঙচুর’ শিরোনামে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই
শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য, চলছে সরাসরি সম্প্রচার
আজ বাংলাদেশের ভারত পরীক্ষা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft