রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
ওয়ালিউল্লাহ-মুকাদ্দাস রাজনৈতিক উদ্দেশ্যে গুম হয়েছে: ইউজিসি চেয়ারম্যান
রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের অত্যন্ত প্রিয় দু'জন ছাত্র গুম হয়েছে। তারা (ওয়ালিউল্লাহ, মুকাদ্দাস) গুম হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। এই ছিলো বিগত ১৬ বছরের বাস্তবতা। আমরা এখান থেকে দেশকে উদ্ধার করতে পারিনি। যারা পেরেছে তারা আমার সামনে বসে আছে। যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি, তাকিয়ে আছে তোমাদের বাবা-মা। তোমরাই পারবে বিশ্বকে পরিবর্তন করতে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সকল বিশ্ববিদ্যালয়কে এক কাতারে রেখে পথ চলতে তিনি বলেন, সকলকে মিলেই একটি বিশ্ববিদ্যালয়। সবাই মিলে এটিকে গড়ে তুলতে হবে। এখানে কারোর ভূমিকা কারোর থেকে নগণ্য বা বড় নয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। কারণ এখান থেকেই দেশ সেরা মেধাবীরা বের হয় দেশ গঠনের শিক্ষা নিয়ে। 

ইউজিসি চেয়ারম্যান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই স্কলার। একজন শিক্ষক হিসেবে অন্যজন শিক্ষার্থী হিসেবে। শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পথও বাতলে দিতে হবে। তাদেরকে সফলতার পথ দেখাতে হবে, যাতে তারা দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজ ও জাতিকে এগিয়ে নিতে পারে।

শিক্ষার্থীদের আবেগ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে অধ্যাপক ড. ফায়েজ বলেন, শিক্ষার্থীদের প্রতিটি বিষয়েই গুরুত্ব দিতে হবে। অনেক বিষয় আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও, এর ভেতরেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিহিত থাকতে পারে। একজন শিক্ষার্থী হয়তো সেই ক্ষুদ্র বিষয় থেকেই তার উন্নয়নের চিন্তা শুরু করছে। 

জুলাইয়ের মতো একটি আন্দোলন সফল হওয়ার পেছনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল অসাধারণ ছিল উল্লেখ করে তিনি বলেন, তোমরা পেরেছো বলেই আজ আমাদের প্রত্যাশা তোমাদের কাছে অনেক বেশি। তোমাদের দিকেই তাকিয়ে আছে এই দেশ, এই জন্মভূমি, এই জাতি। তোমরা যা দেখিয়েছিলে, তা শুধু এই দেশ নয় পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন প্রথম দিনের আয়োজক কমিটির আহবায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

অনুষ্ঠানের প্রথম দিনে ৫টি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে লিটন এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
বাড়ল স্বর্ণের দাম
৪ রাজনীতিবিদ নিয়ে রবিবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রবিবার প্রনসের আয়োজনে নজরুল-দর্শন নিয়ে কথা বলবেন কবি মজিদ মাহমুদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
হঠাৎ ট্রাম্প-জিনপিং ফোনালাপ
শরিফুল ইসলাম শরীফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন
বাংলাদেশকে কোনো ভিসা দেবে না আরব আমিরাত
এক ঘরে সন্তানের রক্তাক্ত লাশ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft