বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের সুপার ফোরে যেতে বাংলাদেশের চূড়ান্ত সমীকরণ যেমন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ এএম
এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। যা হলে বাংলাদেশি ক্রিকেটভক্তরা টুর্নামেন্টের সুপার ফোরে ওঠা নিয়ে একটু বেশি আশা করার সুযোগ পেতেন। শেষ পর্যন্ত তা হয়নি। তবে এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। টাইগারদের সুপার ফোরে ওঠার আগে অবশ্য আছে বেশ কিছু যদি-কিন্তু শর্ত।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, এই ম্যাচটি জিততেই হবে। যদিও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের শেষ কিছু ম্যাচের ফল খুব বেশি আশা দেখাচ্ছে না। আর ম্যাচের ভেন্যু আফগানদের জন্য অনেকটা হোম গ্রাউন্ডের মতোই।

অবশ্য ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের বিপক্ষে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে লংকানরা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেও সমস্যা হবে না।

কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জেতে, তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা সহ ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। আর এখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।বাংলাদেশ হারলে অবশ্য কোনো সমীকরণই কাজে লাগবে না। তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। অন্যদিকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিজেদের মাঝে মুখোমুখি হওয়ার আগে দুই দলেরই পয়েন্ট হয়ে যাবে ৪। তখন দুই দলের মাঝে যারাই জিতুক বা হারুক, বাংলাদেশের সুপার ফোরে ওঠার কোনো সুযোগ থাকবে না।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাপা নিষিদ্ধের দাবি ‘অগণতান্ত্রিক’: আনিসুল
খেলাপি ঋণ ১০ বছরের জন্য পুনঃতপশিলের সুযোগ
কারাবন্দিদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম শুরু
সোনার ভরি প্রায় ১ লাখ ৯০ হাজার, বেড়েছে রুপার দামও
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বরফ গলছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিক্ষোভ
‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল
ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি
রংপুরে যাত্রীবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত
কাতারে আর হামলা করবে না ইসরায়েল : ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft