প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর একদিন পেরিয়ে গেলেও এখনো ভোট গণনার কার্যক্রম এখনও শেষ হয়নি। এতে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে নানা আশঙ্কা ও উদ্বেগ।
সরজমিনে দেখা যায়, গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তবে ভোটগ্রহণ শেষে ব্যালট বক্সগুলো সিলগালা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তরে রাখা হলেও গণনার কার্যক্রম এখনও শেষ হয়নি।
এদিকে, ভোটগ্রহণের পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও ফলাফল ঘোষণার উদ্যোগ না নেয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা অভিযোগ করছে, তাড়াতাড়ি গণনা শুরু না করা প্রশাসনের ষড়যন্ত্রের একটা অংশ। অনেকে বলছেন, নির্বাচন কমিশনের গড়িমসি ও অস্বচ্ছ প্রক্রিয়া ফলাফলের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এ প্রসঙ্গে জাকসু নির্বাচনের দায়িত্বে থাকা কয়েকজন পোলিং অফিসার জানান, ‘ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে, তবে গণনায় দেরি হলে তা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়। নির্বাচন কমিশনের এমন অব্যবস্থাপনায় আমরা শিক্ষকরাও অতিষ্ঠ।’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে, এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।’
এদিকে, ফলাফল বিলম্বিত হওয়ায় ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ব্যালট বক্স খোলা ও স্বচ্ছভাবে ভোট গণনার দাবি জানিয়েছে। তারা বলছে, দীর্ঘসূত্রিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজকালের খবর/ওআর