শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলি আগ্রাসন নিয়ে ইউরোপের নীরবতা ‘দায়িত্বজ্ঞানহীনতা’: আরাঘচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় তিন দেশের ‘দায়িত্বজ্ঞানহীন’ অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি তাদের পক্ষ থেকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার হুমকিকেও নিন্দা জানান। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাঘচি এসব মন্তব্য করেন। এ সময় তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিট) অনুযায়ী ইরানের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরাঘচি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক অবৈধ হামলার ঘটনায় জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ইরানের গঠনমূলক আলোচনাই পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে চালানো আগ্রাসনের মুখে দেশটির প্রতিরক্ষামূলক বাধ্যবাধকতা পূরণে জরুরি। আরাঘচি আরও জোর দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের উচিত এই কূটনৈতিক অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া এবং সমর্থন জানানো।

টেলিফোন আলাপে তিনি অধিকৃত ফিলিস্তিনের চলমান মানবিক বিপর্যয়ের কথাও উল্লেখ করেন। ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যাকে তিনি ‘গভীরভাবে উদ্বেগজনক বৈশ্বিক ইস্যু’ হিসেবে আখ্যা দেন এবং অবিলম্বে আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন। গাজার ট্র্যাজেডির সমাধানে জাতিসংঘসহ বৈশ্বিক শক্তিগুলোকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে কাতারের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা করেন তিনি।

এর আগে মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান কাতারের রাজধানী দোহায় হামাস প্রতিরোধ আন্দোলনের সদর দফতরে বিমান হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যম এ অভিযানকে ‘টার্গেটেড কিলিং অপারেশন’ বা ‘গুপ্তহত্যা অভিযান’ হিসেবে বর্ণনা করে। জানা যায়, হামলার সময় হামাস নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব নিয়ে বৈঠক করছিলেন।

সূত্র: মেহের নিউজ

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুর ভিপি-জিএস হিসেবে যেসব সুবিধা পাবেন সাদিক-ফরহাদ
জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ
ফুটবল খেলা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪
শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন
ব্যাংক লুট-ভুয়া ঋণ, হাসিনার আমলে বিদেশে গেছে ২৩ হাজার কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছাত্রদলের পর আরো চার প্যানেলের ভোট বর্জন
বর্জনের পর পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বেলকুচিতে ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস স্ট্যান্ডের দাবিতে মানববন্ধন
লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
কী আছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft