বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫
কাতারে ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যে ‘নতুন মোড়’: বিশ্লেষক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৭ পিএম
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক ‘গুরুত্বপূর্ণ মোড় ও সতর্কবার্তা’ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইসরায়েলের এমন বর্বরোচিত পদক্ষেপ প্রমাণ করছে, দেশটির কাছে কোনো ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা মেনে চলার কোন বাধ্যবাধকতা আর নেই। ইসরায়েল নিজেকে এমন এক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে, যে চাইলেই যেকোনো জায়গায় আঘাত হানতে পারে। 

এক বিশ্লেষক বলেন, ‘কেউ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। যখন মার্কিনিদের কাছে অভিযোগ জানানো হয় যে ইসরায়েসীমা অতিক্রম করছে, তখন ওয়াশিংটন শুধু আশ্বাস দেয় যে এমনটি আর হবে না। কিন্তু বাস্তবে বারবার ঘটছে।’ 

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও আলজাজিরার প্রতিবেদক আলি হাসেম উল্লেখ করেন, ‘সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন সরকার ইসরায়েলের জন্য হুমকি ছিল না। তবুও ইসরায়েল প্রতিদিন সেখানে হামলা চালাচ্ছে। এখন একই চিত্র দেখা যাচ্ছে কাতারেও।’ 

তার মতে, এটি ইসরায়েলের সামরিক কৌশলে এক নতুন মতবাদ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত নীতির প্রতিফলন ঘটছে—‘আগে আঘাত করো, আগে হত্যা করো।’ অর্থাৎ প্রতিপক্ষ আসলেই হুমকি হয়ে উঠুক বা না উঠুক, এমনকি শুধু সন্দেহের ভিত্তিতেই আক্রমণ চালানো হচ্ছে।

বিশ্লেষকরা বলেন, এই প্রবণতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করবে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে আরও সুদূরপ্রসারী হতে পারে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
জাতির উদ্দেশে নেপালের সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা
সুমাইয়া হত্যাকাণ্ডে কুবিতে মৌন মিছিল, ছিলেন মাত্র এক জন শিক্ষক
কাতারে ইসরায়েলি হামলায় তারেক রহমানের উদ্বেগ
৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফলাফল ঘিরে থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ডাকসু নির্বাচন : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার
ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির
বুধবার ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে
রাতের মধ্যেই ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে: চিফ রিটার্নিং কর্মকর্তা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft