রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
নিকলী উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
মো. আবু জামান, নিকলী
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৬ পিএম
নিকলী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর পরই বিএনপির একাংশের নেতৃবৃন্দ ঘোষিত কমিটিকে অর্থ বাণিজ্য, আওয়ামী লীগ পুনর্বাসন ও আত্মীয় করনের অভিযোগে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

শনিবার (৬ সেপ্টেম্বর)  নিকলী নতুন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তারা নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে তাদেরকে কোন কার্যক্রম চালাতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এপিপি মোঃ জিল্লুর রহমান অ্যাডভোকেট। 

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিএনপি নিকলী  উপজেলা সম্মেলনে সভাপতি পদে ৪জন প্রার্থীর মধ্যে শফিকুল আলম রাজন অল্প ভোটের ব্যবধানে ২য় স্থান লাভ করে। দলীয় নিয়ম অনুযায়ী শফিকুল আলম রাজন সিনিয়র সহ-সভাপতি পদটি পাওয়ার অধিকারী। অথচ নবগঠিত কমিটিতে রাজনকে সদস্য পদে রাখা হয়েছে এবং বিশিষ্ট ব্যবসায়ী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া যিনি সম্মেলনে কোন পদে প্রার্থী ছিলেন না তাকে সিনিয়র সহ-সভাপতি পদটি দেয়া হয়েছে। সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে ভোটে চতুর্থ স্থানে থাকা মোঃ আবু সাঈদ রতনকে ২ নং সহ-সভাপতি করা হয়েছে এবং সম্মেলনে সভাপতি প্রার্থী হয়ে নির্বাচন করেছেন এপিপি মোঃ মানিক মিয়া অ্যাডভোকেট কে ৩ নং সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে এপিপি মোঃ জিল্লুর রহমান ২য় স্থান লাভ করে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদের তিনি অধিকারী হলেও সম্মেলনে ভোটে ৫ম স্থানে থাকা  তাপস কুমার সাহাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও অভিযোগ করে বলা হয়, তোষামোদকারী ও আওয়ামী দোসরদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির কোষাধ্যক্ষ আবুবাক্কার, সহ যুব বিষয়ক সম্পাদক আমান উল্লাহ, প্রবাসী কল্যাণ সম্পাদক জাকির হোসেন, সদস্য ফরিদ উদ্দিন ও শাহিন ভূঁইয়া কোনদিন বিএনপি করেননি এবং কোন ওয়ার্ড কমিটিতেও নেই। নিকলী উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ কে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। ত্যাগী ও দলের দুঃসময়ে জেল জুলুম সহ্য করে দলকে যারা টিকে রেখেছেন নির্যাতিত সেই সব নেতাকর্মী কমিটিতে নেই বললেই চলে।

তিনি আরো বলেন, নিকলী সদর ইউনিয়নের ওয়ার্ড কমিটি ও সদর ইউনিয়ন কমিটি গঠন করার ক্ষেত্রেও অর্থের বিনিময়ে পদ পদবী বিক্রয় করে আওয়ামী লীগ পুনর্বাসন বাণিজ্যের অভিযোগ রয়েছে। উল্লেখিত কমিটি গঠনে অবৈধ বাণিজ্য, স্বজন প্রীতি ও অনিয়মের অভিযোগে নিকলীতে আগেও বিক্ষোভ মিছিল হয়েছে । জেলা, উপজেলা এমনকি কেন্দ্রীয় কমিটির কাছেও লিখিত অভিযোগ দায়ের সহ স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির নিকলী উপজেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য নাসির উদ্দিন আসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চারটি মামলায় আসামি হয়ে ৪ মাস ১৮ দিন কারাভোগ করেছেন। জেলা কমিটির সভাপতি শরীফুল আলম ও তিনি একই সঙ্গে একই কারাগারে ছিলেন। অথচ তাকেও কমিটিতে রাখা হয়নি। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা কামরুল ইসলাম বলেন, সিনিয়র সহ-সভাপতি পদটি ১২ লাখ টাকা ২ নং সহসভাপতি পথটি ৮ লক্ষ টাকা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদটি  ৮ লক্ষ টাকা, সাংগঠনিক পদটি ৬ লক্ষ টাকা সহ বিভিন্ন সম্পাদক ও সদস্য পদ লক্ষ লক্ষ টাকাই বেচাকেনা হয়েছে বলে সাংবাদিকদের তিনি জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বিএনপি সম্মেলনে সভাপতি পদে ভোটে ২য় স্থানে থাকা শফিকুল আলম রাজন মোবাইলে জানান, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির পদ টাকা দিয়ে বিক্রয় করা নিকলীতে এখন "ওপেন সিক্রেট"। তিনি আরো বলেন, নিকলী উপজেলা বিএনপি'র দায়িত্বে থাকা নেতৃবৃন্দ নবগঠিত কমিটিতে অর্থের বিনিময়ে পদ বিক্রি করে আওয়ামীলীগকে পুনর্বাসন ও আত্মীয়করণ করে দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নিকলী উপজেলা বিএনপির সাবেক সদস্য আলম মেম্বার, যুবদল সদস্য মোজাম্মেল হক, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।

গত ১৪ জানুয়ারি নিকলী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনের প্রায় সাত মাস পর গত ২৬ আগস্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। অনুমোদিত কমিটি গত ৫ সেপ্টেম্বর ফেসবুক পোস্ট এর মাধ্যমে প্রকাশ করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পুলিশ সদস্যদের রাজনৈতিক দল থেকে দূরে থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
বাজেট ও ঋণ সংকটে টালমাটাল ফ্রান্স
ডেঙ্গু প্রতিরোধে অসাধারণ কার্যকর ওষুধ হামদর্দের সিরাপ প্লাটিজেন লঞ্চিং
মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিকলী উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ
গাজীপুরে মার্কেটে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন
জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft