রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম
খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলুর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত  হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি  আবুল কাশেমের সভাপতিত্বে ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এশিয়ান টিভির মসিউর ফিরোজ, মানবজমিনের বিপ্লব হোসেন, সাংবাদিক আমিনুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মমিনুর রহমান,রিজাউল ইসলাম বাবলু, নাজমুল আলম মুন্নাসহ অনেকে।  

এসময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা নানা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। কিন্তু সঠিক তদন্ত না হওয়ায় এসব ঘটনার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওয়াহেদুজ্জামান বুলুর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহজনক।

তারা আরো বলেন,  বিগত সরকারের সময়ে সাংবাদিকদের নিরাপত্তা ছিল না। গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা আশা করেছিল পরিবর্তন হবে। সাংবাদিকসহ  দেশের মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। নদীতের সিনিয়র সাংবাদিকদের লাশ পাওয়া যাচ্ছে।

এসব ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বক্তারা বলেন, আত্মহত্যার প্রচার দিয়ে সাংবাদিক হত্যা ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে। বিশেষ করে খুলনায় ওয়াহেদুজ্জামান বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্ত পূর্বক রহস্য উন্মোচন করার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তরা।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
টাঙ্গাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি
হাটহাজারীতে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি
ব্যাংক লোকসানে থাকলে বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর
অবৈধ অস্ত্রের খবরদাতাকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং
জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ
৭ সেপ্টেম্বর দিনব্যাপী শিল্পী সমিতির ব্যতিক্রমী আয়োজন
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, আহত ৩০
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft