বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫
সাংবাদিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

নিহত আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামে একটি অনলাইন ভিত্তিক ফেসবুক পেইজের এডমিন ছিলেন। পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন।

ওসি ইলিয়াছ খান বলেন, ‘সকালে সৈকত সংলগ্ন ঝাউবাগানে গাছের সঙ্গে এক যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।’

তিনি জানান, গাছের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে। তার পা প্রায় মাটি ছুঁই ছুঁই অবস্থায় ঝুলছিল। গলায় রশির ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয় গণমাধ্যম কর্মী শ. ম. গফুর বলেন, বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কক্সবাজার আসতে গাড়ির জন্য অপেক্ষার সময় আমিন উল্লাহর সঙ্গে তার দেখা হয়। 

আমিন জানিয়েছিলেন, চট্টগ্রাম থাকা ফুপির সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ সময় তার সঙ্গে অপরিচিত তিন যুবক ছিলেন। পরে রাত সাড়ে ৯টার পরই তিনি মারশা পরিবহন সার্ভিসের একটি বাসে কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেন। বৃহস্পতিবার সকালে সৈকতের ঝাউবাগান থেকে আমিন উল্লাহর মরদেহ উদ্ধারের খবর শুনেন বলে জানান তিনি। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন
ডাকসুর জয়-পরাজয় নিয়ে হাসনাত আব্দুল্লাহর সতর্কবার্তা
ডাকসুর জয়কে ‌জুলাই প্রজন্মের বিজয় বললেন নবনির্বাচিত ভিপি
কাতারে ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত
ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদে জয়ী চোখ হারানো জুলাই যোদ্ধা জসীম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচন: সালাম-বরকত হলের ভিপি প্রার্থী সাইদুলের ১৫ ইশতেহার
হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা, মূল আসামি মোবারক গ্রেপ্তার
ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft