প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে হঠাৎ বন্য বানরের আক্রমণে ৬ শিক্ষার্থীসহ একজন কর্মচারী আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আবাসিক হলের নিচ তলায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা ক্লাস করতে হল থেকে বের হওয়ার সময় বন্য বানরটিকে হলের নিচ তলায় ছোটাছুটি করতে দেখতে পায়। শিক্ষার্থীদেরকে দেখা মাত্র বানরটি তাদের উপর আক্রমণ করে। বানরের আক্রমণে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে দত্ত হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক জানান, সকালে মিড দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। হঠাৎ বানরটি আমাকে খামচি মারে, এতে হালকা রক্তপাত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. মাহমুদুল হাসান খান বলেন, আমরা সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। জলাতঙ্কের ঝুঁকি থাকায় তাদের কুমিল্লা সদর হাসপাতালে রেফার করেছি।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দীন বলেন, আমাদের এক স্টাফসহ শিক্ষার্থীদেরকে বানরটি আঁচড় দিয়েছে। আমরা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানিয়েছি। তারা দ্রুত নিরাপদভাবে বানরটিকে সরিয়ে নেবে বলে আশ্বস্ত করেছেন। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিতে বলা হয়েছে।
আজকালের খবর/বিএস