পবিপ্রবিতে অনিয়ম-দুর্নীতি-অরাজকতার অভিযোগে জিয়া পরিষদের স্মারকলিপি
প্রশাসন বলছে হাতে পাইনি
‎দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:৫৩ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান অরাজকতা, প্রশাসনিক বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। কিন্তু, প্রশাসন বলছে স্মারকলিপি হাতে পাইনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 
গত ‎১২ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি পাঠিয়ে পরিষদের পক্ষ থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, ‘ফ্যাসিজম পতনের পর এক বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোতে বৈষম্য, অরাজকতা ও দুর্নীতি বিদ্যমান। ফ্যাসিস্ট আমলের শিক্ষক–কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পদে থেকে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের নীরবতায় আমরা উদ্বিগ্ন।’
‎জিয়া পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
‎১. ফ্যাসিজমের সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ।
‎২. খণ্ডকালীন কর্মকর্তাদের স্থায়ীকরণ।
‎৩. গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান ও স্থায়ী নিয়োগ।
‎৪. অর্থ ও হিসাব শাখায় ২ কোটি ৯ লাখ টাকার দুর্নীতির তদন্ত ও বিচার।
‎৫. সাম্প্রতিক ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার নিয়ে তদন্ত।
‎স্মারকলিপিতে আরও বলা হয়, দাবিগুলো ১০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মকর্তারা তদন্ত কমিশন থেকে পদত্যাগ করবেন এবং মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ কর্মসূচি ঘোষণা করবেন।
‎জিয়া পরিষদের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও নির্বাহী সদস্য মো. ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য স্বাক্ষরিত এ স্মারকলিপি জমা দেওয়া হয়। ‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘আমি এখনো এ সংক্রান্ত কোনো স্মারকলিপি হাতে পাইনি। প্রাপ্তি ও জারি শাখায় খোঁজ নিতে হবে।’
‎অন্যদিকে, ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, জিয়ার অবদান ও আমাদের প্রত্যাশা
নির্বাচনের পেছনে ছায়া: বাংলাদেশের গণতান্ত্রিক দুর্বিপাক
জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হবে: শামীম পাটোয়ারী
চবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
আগস্টের ৩০ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে: নয়ন কুমার সাহা
দেশমাতৃকার সেবায় বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে : তারেক রহমান
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft