ঢাকায় আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারদের যমুনা অভিমুখী সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ ইবি শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এসময় তাদের 'কোটা না মেধা, মেধা মেধা'; 'জনে জনে খবর দে, ডিপ্লোমা কোটার কবর দে'; 'সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান'; '1 2 3 4 ডিপ্লোমা নো মোর'; 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না', 'প্রকৌশলীদের রক্ত, বৃথা যেতে দিব না'; 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে'; 'বুয়েটে হামলা কেন, ইন্টেরিম জবাব দে' স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি প্রকৌশলীদের আন্দোলনে পুলিশের হামলা পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দৃষ্টান্ত বহন করে যা অর্ন্তবর্তী সরকারের আমলে কোনোভাবে মেনে নেয়া যায় না। হাসিনা সরকারের পোষা পুলিশ যে হামলা করেছে আমরা তার বিচার চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘চব্বিশের বৈষম্যহীন বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে এমন বৈষম্য মেনে নেয়া হবে না। অনতিবিলম্বে চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নবম গ্রেডে ৩৩% কোটা বাতিল করতে হবে এবং দশম গ্রেডে শতভাগ কোটো বাতিল করে বিএসসি ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ দিতে হবে।’
আজকালের খবর/ এমকে