
সাংবাদিক জগতের নক্ষত্র দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সাবেক সিনিয়র ইনভেস্টিগেটিভ রিপোর্টার, বাংলানিউজ২৪ডটকমের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন এর শোকসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শোকসভায় একাল ও সেকাল সকল সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকবেন বহুগুণে গুণান্বিত প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমন, এমনই মন্তব্য করেছেন শোকসভায় আগত সাংবাদিক বক্তারা।
গতকাল রবিবার (২৪ আগষ্ট) বিকেলে নগরের চেরাগী পাহাড় এলাকায় চট্টগ্রাম একাডেমীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমন এর স্মরণে শোক সভার আয়োজন করে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। শোকসভাটি সাংবাদিক জহিরুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক সাইদুর রহমান রিমন এর স্মৃতি চারণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদের শওকত, বাংলাদেশ রেলওয়ের সাবেক চীফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এইচ কে নাথ, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) এর মুখপাত্র ও যুগ্ম আহবায়ক কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বিখ্যাত লেখক ও প্রাবন্ধিক খন রঞ্জন রায়, সময়ের কাগজ এর আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা, ব্রাহ্মনবাড়িয়া অংকুর শিশু কিশোর একাডেমির সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী আনিসুল হক রিপন, দৈনিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ, দৈনিক শাহ আমানত চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, নির্বাহী সম্পাদক এম এ কাইয়ূম, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব মো. নুরুল কবির, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এর প্রচার সম্পাদক ও রাজধানী টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি রুমেন চৌধুরী।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ অ্যাপায়ন বিষয়ক সম্পাদক শাফায়েত মোরশেদ এর সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন সিআরএ'র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সংস্কৃতি সম্পাদক আমিনুল হক শাহীন, সদস্য জুনায়েদ হাসানসহ সিআরএ নেতৃবৃন্ধ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, একজন সংবাদ সৈনিক হিসেবে সাংবাদিক সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি কোন কঠিন ক্ষমতার কাছে মাথা নত করেননি। তিনি সত্য প্রকাশে ছিলেন অবিচল, অবিচল ছিলেন ন্যায় ও মানবিক মূল্যবোধে। সাইদুর রহমান রিমন ছিলেন এমন এক সাংবাদিক, যিনি যেখানে অন্যায় দেখেছেন, সেখানেই দাঁড়িয়ে গেছেন। তিনি জানতেন এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু কখনো পিছপা হননি।
বস্তুনিষ্ঠ, সাহসী এবং সত্যভিত্তিক সাংবাদিকতার জন্য জীবনে বহুবার মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। তবু একবারের জন্যও তাঁর কলম থেমে থাকেনি। প্রতিটি মামলায় তিনি আইনের মাধ্যমে প্রমাণ করেছেন তাঁর নির্ভেজাল সততা ও পেশাগত ন্যায়পরায়ণতা।
এরআগে, চলতি বছরের গত ৩০ জুলাই গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোক করে চির নিদ্রায় শায়িত হন সাংবাদিক জগতের নক্ষত্র সাংবাদিক সাইদুর রহমান রিমন। শোকসভা শেষে শোকসভায় সাংবাদিক সাইদুর রহমান রিমন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আজকালের খবর/ এমকে