ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:৫৮ পিএম
টানা তিন ঘণ্টা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সংঘর্ষে দুই কলেজের অন্তত ১০ জন আহত হয়েছে।

মাঝেমধ্যেই এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২১ আগস্ট) সংঘাতে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। বর্তমানে এই দুই কলেজের সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, দফায় দফায় সংষর্ষের পর বিকেল ৩টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর সায়েন্সল্যাব ও নিউ মার্কেট এলাকার রাস্তায় যান চলাচল শুরু হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায় পুলিশের ওপরও হামলা চালানো হয় বলে দাবি করেছে পুলিশ। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ওই দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা যায় আশপাশের রাস্তায়।

নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, উদ্ভাস নামের একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত মঙ্গলবার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার পর থেকে এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ বৃহস্পতিবার বড় ধরনের সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষ বন্ধ হওয়ার পরও দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে রয়েছে পরিস্থিতি।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল সিএনজি যাত্রীর, আহত ৪
জাবিতে শিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে আদিব, জিএস মাজহার
চুক্তির ব্যর্থতায় ভয়ংকর প্লাস্টিক দূষণ
কৃষকের আত্মহত্যা ও দারিদ্র বিমোচনে সাফল্য
নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিসহ ডিজিটাল নেটওয়ার্কের আওতায় ২৭ বিশ্ববিদ্যালয়, হিট প্রকল্পে চুক্তি সই
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা হাইকোর্টের
বরগুনার লেখকদের সাথে জাতীয় গ্রন্থাগার কতৃপক্ষের কর্মশালা
শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে থাকব না: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft