প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:২৮ পিএম

বরিশালের গৌরনদীতে আড়িয়াল নদীর শাখা নদী আশোকাঠী পালরদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর উম্মে বিথী (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মী ও জেলা ডুবুরি দল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন নদী থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী। জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম শিকদারের মেয়ে ও এক সন্তানের জননী উম্মে বিথী পোশাক ও হিজাব পরা অবস্থায় সকাল সোয়া ৯ টার দিকে বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন নদীতে (খালে) গোসল করতে নেমে ডুবে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। প্রায় ৫ ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর একই দিন আড়াইটার দিকে ঘটনাস্থলের কাছ থেকে প্রায় ১০০ গজ দূরে নদীর ( খালের ) তলদেশ থেকে বিথীর মরদেহ উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের পরবর্তীতে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা।
আজকালের খবর/বিএস