ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
এ,এইচ, এম,শামিম রহমান জন পাংশা,রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:২৫ এএম
রাজবাড়ীর পাংশায় ভূমি সেবাগ্রহীতাদের ভোগান্তি মুক্ত সেবা নিশ্চিত করে প্রশংসায় ভাসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পাংশা উপজেলা ভূমি অফিসের দেওয়া তথ্য মতে, বুধবার (২০ আগষ্ট) সকাল প্রযন্ত ৩৫১৮ টি নামজারির আবেদন হয়।এর মধ্যে ২৮৬৭ টি আবেদন নিস্পত্তি হয়। বাকি ৬৫১ টি আবেদন না-মঞ্জুর করা হয়। এতে করে চলতি বছরের ৩ মে থেকে ২০ আগষ্ট পর্যন্ত সকল আবেদনকৃত সকল নামজারির মামলা নিস্পত্তি হয়েছে।

জানা যায়, গত তিন মাসেরও বেশি সময় ধরে পাংশা উপজেলা সহকারী কমিশনার ভূমি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা দায়িত্ব পালন করছেন। এছাড়াও পাংশা পৌর সভার প্রশাসকের দ্বায়িত্বও তিনি পালন করেছে।

সেবাগ্রহীতাদের মতে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে একসাথে তিন দপ্তরের প্রধানের দায়িত্বে থেকেও সব কাজ সমান ভাবে করে কোথায় এবং সততার প্রমাণ দিয়েছেন এই কর্মকর্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, আমি পাংশা বাসীর সহযোগিতায় তিন দপ্তর প্রধানের দায়িত্ব সমানভাবে পালন করতে পারছি। আমি আশা করবো এভাবেই পাংশা বাসী আমাকে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, নামজারি আবেদন করে যাতে মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার না হয় তার জন্য আমি নিয়মিত ভূমি অফিসের কাজ করি। আমি জানি মানুষ নামজারি করতে আশে জমি কেনা-বেচার আগ মূহুর্তে। মানুষ বিপদ-গ্রস্ত না হলে জমি বিক্রি করে না। সে জন্যই নামজারীর আবেদন বেশি গুরুত্ব দিয়ে দেখি আমি।

এছাড়াও তিনি বলেন, পাংশে পৌর বাসী দীর্ঘদিন ধরে রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে দুর্ভোগে রয়েছে। তার জন্য পৌরসভার রাস্তা গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ময়লা ফেলার স্থানে বাউন্ডারি করা হচ্ছে। আমার মূল লক্ষ্য মানুষের ভোগান্তি নির্মূল করা।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
চুক্তির ব্যর্থতায় ভয়ংকর প্লাস্টিক দূষণ
কৃষকের আত্মহত্যা ও দারিদ্র বিমোচনে সাফল্য
নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা
রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান
‘স্বেচ্ছায়’ চাকরি ছাড়লেন শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিসহ ডিজিটাল নেটওয়ার্কের আওতায় ২৭ বিশ্ববিদ্যালয়, হিট প্রকল্পে চুক্তি সই
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা হাইকোর্টের
বরগুনার লেখকদের সাথে জাতীয় গ্রন্থাগার কতৃপক্ষের কর্মশালা
শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft