প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:৫৯ এএম

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তার বাসভবনে গিয়ে সবার সামনে চড় মেরেছেন এক ব্যক্তি। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানির সময় এ ঘটনা ঘটে। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন।
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানি করছিলেন।
সেই সময় ভিড় থেকে উঠে মুখ্যমন্ত্রীর হাতে কাগজ তুলে দেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তাকে চড় মারেন ওই ব্যক্তি। ঘটনার পরপরই পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা সেই ব্যক্তিকে ধরে ফেলেন। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
তিনি কে এবং কী উদ্দেশ্যে তিনি এই চড় মেরেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর বিজেপি নেতা ও দিল্লি পুলিশের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। অভিযুক্ত ব্যক্তি কোনো বিষয়ে বিরক্ত ছিলেন, নাকি কোনো ষড়যন্ত্রে এই হামলা করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের পর তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হবে তারা। এরপরই বিস্তারিত জানানো হবে। সিভিল লাইন এলাকার রাজ নিবাস মার্গে অবস্থিত ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ ক্যাম্প অফিসটি সম্প্রতি জনসাধারণের শুনানির জন্য খোলা হয়েছে। এখানেই লোকজন গিয়ে নিজেদের অভিযোগ জানান। সেসব অভিযোগ শুনতে সেখানে যান মুখ্যমন্ত্রী নিজে।
শুনানি শেষে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সমস্যা সমাধানের নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী।
আজকালের খবর/বিএস