জনসন্মুখে দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারলেন এক ব্যক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:৫৯ এএম
ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তার বাসভবনে গিয়ে সবার সামনে চড় মেরেছেন এক ব্যক্তি। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানির সময় এ ঘটনা ঘটে। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানি করছিলেন।

সেই সময় ভিড় থেকে উঠে মুখ্যমন্ত্রীর হাতে কাগজ তুলে দেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তাকে চড় মারেন ওই ব্যক্তি। ঘটনার পরপরই পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা সেই ব্যক্তিকে ধরে ফেলেন। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

তিনি কে এবং কী উদ্দেশ্যে তিনি এই চড় মেরেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর বিজেপি নেতা ও দিল্লি পুলিশের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। অভিযুক্ত ব্যক্তি কোনো বিষয়ে বিরক্ত ছিলেন, নাকি কোনো ষড়যন্ত্রে এই হামলা করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। 
এদিকে হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের পর তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হবে তারা। এরপরই বিস্তারিত জানানো হবে। সিভিল লাইন এলাকার রাজ নিবাস মার্গে অবস্থিত ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ ক্যাম্প অফিসটি সম্প্রতি জনসাধারণের শুনানির জন্য খোলা হয়েছে। এখানেই লোকজন গিয়ে নিজেদের অভিযোগ জানান। সেসব অভিযোগ শুনতে সেখানে যান মুখ্যমন্ত্রী নিজে।

শুনানি শেষে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সমস্যা সমাধানের নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশ অনিশ্চয়তার পথে চলছে: গোলাম মোহাম্মদ কাদের
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালি
১৫ আগস্ট প্রশ্নে জবাব দিলেন ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান
পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি জায়গায় বিএনপি নেতার দোকান নির্মাণ
রাশিয়া থেকে দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ
এবার বাংলাদেশ বিমানের চাকা চুরি!
উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
সিলেটে উৎমাছড়া সীমান্ত থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft