উখিয়ায় রাতের অভিযানে ধরা পড়লো ৯ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী আনু
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৩:৪৩ পিএম
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী, শীর্ষ ডাকাত ও হত্যা-মাদকসহ ৯টি মামলার পলাতক আসামি মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনু সালাম ডাকাতকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

২৪ জুলাই (বৃহস্পিতবার) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার বন্দুক, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনু সালাম উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, বনভূমি দখলসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে উখিয়া ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

সূত্রে জানা যায়, প্রথমে অভিযুক্তকে ধরতে এপিবিএন অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। পরবর্তীতে জেলা পুলিশের অনুরোধে র‌্যাব-১৫ অভিযানে নামে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অবশেষে ২৪ জুলাই রাতে সফল হয় র‌্যাব-১৫।

আনু সালাম তার দলীয় প্রভাব ব্যবহার করে সরকারি বনভূমি দখল করে বাড়ি তৈরি, সংরক্ষিত বন এলাকায় বসবাসরতদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, অপহরণ ও ডাকাতির মতো অপরাধে জড়িত ছিল বলে র‌্যাব জানায়। এর আগে তার বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসী একাধিকবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও সে ছিল ধরাছোঁয়ার বাইরে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জোয়ারের পানিতে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু
যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার
সাগরে নিম্নচাপ, জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ১৫ জেলা
পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৫
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ তালিকা দিল সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft