৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৪৯ পিএম
দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।  শনিবার (১২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক দলীয় প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এদিকে ৫ কোটি টাকা চাঁদার দাবিতে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রাবাড়ি বাস-স্ট্যান্ডে গেলেই ভাংচুর এবং বাস চালক ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর বাস-স্ট্যান্ডে সংবাদ সম্মেলন করেছেন শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার। এ সময় বাস মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, বৃহস্পতিবার থেকে (আজ) শনিবার পর্যন্ত শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো বাস যাত্রাবাড়ি স্ট্যান্ডে ঢুকতে দিচ্ছে না। বাস গেলেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকার যুবদল নেতা ফাহিমের লোকজন হামলা করছে। এতে দুই দিনে আমাদের অন্তত ২৫টি বাস ভাংচুর করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন বাস চালক ও শ্রমিক আহত হয়েছেন। ফাহিম আমাদের কাছে এককালীন ৫ কোটি টাকা অথবা মাসিক ১০ লাখ টাকা দাবি করেছেন।

শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, পদ্মা সেতু হওয়ার পর আমরা শান্তিপূর্ণভাবে বাস চালাতে পারছি। কিন্তু ৫ আগস্টের পর যাত্রাবাড়ি এলাকার ফাহিম নামে এক যুবদল নেতা যাত্রাবাড়ি স্ট্যান্ড দখল ও মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছে। এতদিন তাকে প্রতিদিন ৩০ হাজার টাকা করে দিতে হয়েছে। এখন চাঁদার অংক বাড়িয়ে মাসে ১০ লাখ অথবা এককালীন ৫ কোটি টাকা চাঁদা দাবি করছে, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছি।

এ ব্যাপারে মুশফিকুর রহমান ফাহিম মোবাইল ফোনে বলেন, আমরা ঢাকা থেকে একটি পরিবহন ছাড়ছি। আমাদের পরিবহন সে নিয়ন্ত্রণ করতে চায়। আমাদের পরিবহনগুলো বাধাগ্রস্ত করে, আটকিয়ে যাত্রী নামিয়ে দেয়। কিছুক্ষণ পর রাস্তা ব্যারিকেড দেয়। এ বিভিন্ন ঝামেলা নিয়ে আমি এখন চাঁদাবাজ হয়ে গেছি। আমি যদি ৫ কোটি টাকা চাঁদা দাবি করি, তাহলে চাঁদা দাবির ন্যূনতম একটা প্রমাণ তো থাকতে হবে। আমি যদি অপরাধ করি তাহলে আইনে বিচার হবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু হাসপাতালে
পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিবাদ বিবৃতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft