সিলেট-১ আসনে ‘ইজাজত’ নিয়ে আরিফুল হক চৌধুরীর প্রচারণা শুরু
আহমেদ পাবেল, সিলেট
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৫:৩৯ পিএম
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী- আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ ঘোষণার আগে থেকেই সিলেটসহ সারা দেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ইতোমধ্যে সিলেট সফরকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন। এই নির্দেশনার পর অনেকটা নড়েচড়ে বসেছেন সিলেটের নেতাকর্মীরা। 

বিশেষ করে সিলেট-১ আসন নিয়ে এ বিভাগে তো বটেই- সারা দেশেই রয়েছে কৌতুহল। কারণ- সিলেট-১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন সে দলই সরকার গঠন করে।

গুরুত্বপূর্ণ এই আসনে বেশকিছু দিন ধরে মাঠে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির। 

এবার সকলের ‘ইজাজত’ নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুই মেয়াদের সফল মেয়র আরিফুল হক চৌধুরী। 

শুক্রবার (১১ জুলাই) সিলেট বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় করে মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি এসময় বলেন- এ বিভাগের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে সিলেট-১ আসনে চাই। 

তিনি যদি এ আসন থেকে নির্বাচন করেন তবে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হবেন এবং সিলেটের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আর যদি কোনো কারণে তিনি এখানে না আসতে চান তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিলেটের মুরুব্বিয়ানসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে- সবার ইজাজত নিয়ে আজ জুমআর নামাজ পড়ে এখান থেকে আমি আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন- এই মসজিদে (ব্ন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। সব মিলিয়ে আমি আজ এখান থেকেই আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৫২ বছরেও শিক্ষার গুণগত উন্নতি হয়নি, বললেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
আসন দিয়ে আমাদের কেনা যাবে না: হাসনাত
পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, নিবন্ধন করবেন যেভাবে
৩৩ ব্যাংকে জমা দেওয়া যাবে হজ নিবন্ধন ফি
গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য: জিল্লুর রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প
সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার
আর্চ ব্রিজের কাজে ধীরগতি, জগন্নাথপুরে মানববন্ধন
দুর্যোগের কবলে পাকিস্তান, দুইদিনে নিহত ২শ’
চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীর ওপর বিএনপি নেতার হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft