কদমতলী থানা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:৪১ পিএম
রাজধানী ঢাকার রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন ১৭০৪ রেহানা মনজিলের ৪ তলায় প্রতি বছরের ন্যায় এবারো কদমতলী থানা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি মো. সোলাইমানের সঞ্চালনায় গতকাল শুক্রবার রাত ৮টায় আলোচলা সভার সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পেশাদার সাংবাদিক দের প্রানের সংগঠন ঢাকা রিপোর্টারস ইউনিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. তুহিন। আয়োজনে আম, জাম, কাঠাল, লটকন, ড্রাগন, পেয়ারা, আনারসের সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য বৃন্দ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন সুত্রাপুর থানার ইফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সুমন, রাষ্ট্রীয় বিশেষ কাজ থাকায় কদমতলী থানা অফিসার ইনচার্জ মো. আইয়ুবের জায়গায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত সাফায়েত হোসেন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকির হোসেন মাঝি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম সদস্য সময় সংবাদের সম্পাদক জসিম মেহেদী, সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন জুই, ফোরামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান সুমন, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার এম এইচ রনি, বিজনেস জার্নালের সম্পাদক ও প্রকাশক কবীর হাসান জনি, দৈনিক নয়া দিগন্তের ফারদিন ইমন, সকালের সময়ের মাহমুদুল হাসান, আলোর জগতের অর্নব হোসেন, বাংলাদেশ নিউজের রিয়াদ হোসেন, আওয়ার বাংলাদেশের দিপু ভুইয়া, ভোরের পাতার আরিফুর রহমান। 

অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা রাখেন এটিএন বাংলার রাকিব হোসেন মিলন, স্বাধীন সংবাদের শেখ বাবলু, বার্তা বিচিত্রার আকরাম হোসেন মাসুদ, প্রেজেন্ট টাইমসের মোল্লা নাসির ও সময়ের কাগজের শাহজালাল ফারুক। 

মহতি এই আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চৌধুরী সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি এই ক্লাবের সকল সদস্যদের তাদের পেশাগত দায়িত্ব পালনকালে কাউকে কোনো রকম ছাড় দিয়ে নিজেদের ব্যাক্তি স্বার্থ সিদ্ধি যাতে না করেন সেই বিষয়ে আহ্বান জানান। পুলিশ, রাজনীতিবিদ, সমাজ সেবক যেই হোক না কেন, অপরাধ করলে তা তুলে ধরাই গনমাধ্যম কর্মীর প্রধান কাজ বলে অভিহিত করেন। 

পরিশেষে মৌসুমী ফলের প্লেট বিতরন করে এক অনারম্বর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য: জিল্লুর রহমান
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার
সিলেটে বাসাবাড়িতেও মিলছে লুট করা পাথর, ২ লাখ ঘনফুট উদ্ধার
রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন স্মরণে দোয়া মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘ফুটবল খেলা’ নিয়ে সংঘর্ষ, ২ জন নিহত
সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার
ফ্যাসিবাদ পতনের পরও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে: নুর
আর্চ ব্রিজের কাজে ধীরগতি, জগন্নাথপুরে মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft