বিএসআরএফের নির্বাচনে বিজয়ী সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পদক উবায়দুল্লাহ বাদল, প্রথম কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম।
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাসউদুল হক। তিনি বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উবায়দুল্লাহ বাদল। তিনি কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আজকালের খবর-এর প্রধান প্রতিবেদক মো. রবিউল ইসলাম সর্বোচ্চ ৭৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন।
রবিবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য সাবেক সভাপতি প্রেস ক্লাব, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। সংগঠনের মোট ১৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫১ জন। এরমধ্যে ৪টি ভোট বাতিল হয়েছে। সর্বোচ্চ ৮১ ভোট পেয়েছেন মাহমুদ আকাশ।
সভাপতি হিসেবে জয়ী মাসউদুল হক পেয়েছেন ৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৭০ ভোট। সহসভাপতি পদে জয়ী মাইনুল হোসেন পিন্নু পেয়েছেন ৭৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. শফিউল্লাহ সুমন পেয়েছেন ৭৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে জয়ী মো. মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল) পেয়েছেন ৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মেহেদী আজাদ মাসুম ৪৯ ভোট ও মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক পদে গৌতম চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদ আকাশ ৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. বাহরাম খান পেয়েছেন ৬৬ ভোট। অর্থ সম্পাদক পদে এম এইচ রবিন ৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন (রাকিব) পেয়েছেন ৭২ ভোট।
আর বিজয়ী কার্যনির্বাহী সদস্য পদে তোফাজ্জল হোসেন ৭৪ ভোট, আসাদ আল মাহমুদ পেয়েছেন ৭০ ভোট, মুহাম্মদ আব্দুল মতিন (মতিন আব্দুল্লাহ) ৬৯ ভোট, আয়নাল হোসেন ৬২ ভোট, মো. রাকিব হাসান ৫৫ ভোট, শফিকুল ইসলাম পেয়েছেন ৫৩ ভোট ও মো. রেজাউল রহিম পেয়েছেন ৪২ ভোট।