ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার এবং সম্পাদক শাহীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:১২ পিএম
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি ২০২৫-২৭ গঠন করা হয়েছে। ফোরামের নবগঠিত কমিটির সভাপতি স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক এনটিভির চিফ অব করেসপন্ডেন্ট সফিক শাহীন এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না নির্বাচিত হয়েছেন। 

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। 

চাঁদপুরের মানুষকে বন্ধনে দৃঢ় করবে- এই আশা প্রকাশ তিনি বলেন, চাঁদপুরের মানুষ সবসময় ক্রিয়েটিভ। চিন্তায় কর্মে এবং মননে। তাদের সে ক্রিয়েটিভিটি শুধু চাঁদপুর নয়, সারাদেশের কাছে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনূছ উল্ল্যাহ, এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর খানসহ ফোরামের অন্য সদস্যরা। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দ্বি-বার্ষিক সাধারণ সভার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমার দেশের বিশেষ প্রতিনিধি নোমান সেলিম।

এ সময় প্রস্তাব, সমর্থনের ভিত্তিতে একেএম রাশেদ শাহরিয়ারকে সভাপতি এবং সফিক শাহীনকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল হক মান্নাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সালেহ বিপ্লব। 

এছাড়া দুই-তিনের মধ্যে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে। এ সময় ফোরামের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। 

কমিটির নাম ঘোষণার পর সদ্যসাবেক সভাপতি মিজান মালিকসহ ফোরামের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

আজকালের খবর/ওআর




 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য: জিল্লুর রহমান
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার
সিলেটে বাসাবাড়িতেও মিলছে লুট করা পাথর, ২ লাখ ঘনফুট উদ্ধার
রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন স্মরণে দোয়া মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘ফুটবল খেলা’ নিয়ে সংঘর্ষ, ২ জন নিহত
সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার
ফ্যাসিবাদ পতনের পরও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে: নুর
আর্চ ব্রিজের কাজে ধীরগতি, জগন্নাথপুরে মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft