প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:০৩ পিএম

‘দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় পাংশা উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপণ করতে হবে।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপা আক্তার, হিসাব রক্ষক কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।
মেলায় বিভিন্ন দেশীয় ফল, মাশরুম ও বিভিন্ন ফুলের মধু প্রদর্শনীর চারটি স্টল প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।
আজকালের খবর/ওআর