কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ২:১৭ পিএম
কানাডার অন্টরিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকাডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৮ জুন) কানাডার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

সোমবার (৯ জুন) বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নৌকায় থাকা কারও শরীরে কোনো লাইফ-জ্যাকেট ছিল না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাইফ জ্যাকেটের অভাব ও হঠাৎ হ্রদের প্রতিকূল পরিবেশ এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।

আব্দুল্লাহ হিল রাকিব বাংলাদেশের পোশাক খাতের একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন উদ্যোক্তা ছিলেন। তিনি বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩ থেকে ২০১৫ এবং ২০১৫ থেকে ২০১৭-এই দুই মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পোশাক শিল্পে তার অবদান প্রশংসনীয় ও স্মরণীয় হয়ে থাকবে।

সাইফুজ্জামান গুড্ডু ছিলেন একজন অভিজ্ঞ পাইলট এবং সাবেক বিমানবাহিনী কর্মকর্তা। তার সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে। এই ঘটনা কানাডা ও বাংলাদেশের দুই পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার
সিলেটে বাসাবাড়িতেও মিলছে লুট করা পাথর, ২ লাখ ঘনফুট উদ্ধার
রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন স্মরণে দোয়া মাহফিল
ছাত্রদলের ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, একজনকে অব্যাহতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘ফুটবল খেলা’ নিয়ে সংঘর্ষ, ২ জন নিহত
সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার
ফ্যাসিবাদ পতনের পরও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে: নুর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft