প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১:৩৯ পিএম

সম্পূর্ণ বিনামূল্যে সব গ্রাহককে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন।
বুধবার (১৪ মে) রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায় তারা।
এক পোস্টে তারা লিখেছে, কারিগরি ত্রুটির কারণে গ্রামীণফোন গ্রাহকদের ফোরজি নেটওয়ার্ক সেবা কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান করেছে।
ফেসবুক পোস্টে গ্রামীণফোন আরও লিখেছে, সাময়িক এই সুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এ সময় গ্রাহকদের পাশে থাকার বার্তা দিয়ে গ্রামীণফোন ঘোষণা দিয়েছে, সব গ্রাহককে ৫০০ এমবি ইন্টারনেট একদম ফ্রি দেওয়া হবে। যা ২৪ ঘণ্টার জন্য ব্যবহারযোগ্য। এই অফারটি পেতে হলে ১৫ মে, ২০২৫-এর মধ্যে নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
ফ্রি ইন্টারনেট অফারটি অ্যাকটিভ করতে মোবাইল থেকে *121*5855# কোডটি ডায়াল করুন। এই কোড ডায়াল করলেই আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ৫০০ এমবি ইন্টারনেট, যা পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত, এই অফারটি শুধুমাত্র একবার গ্রহণ করা যাবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে না নিলে তা বাতিল হয়ে যাবে।
আজকালের খবর/বিএস