সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ পিএম
ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে দেশের ক্রিকেটে এক চরম অচলাবস্থা তৈরি হয়েছে। আগামীকালের মধ্যে তার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। বুধবার(১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক জরুরি জুম সংবাদ সম্মেলনে জানান আগামীকাল দুপুর ১টার মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলের ম্যাচসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকবে।

মূলত আজ বিকেলে বিসিবির এই পরিচালক টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ক্রিকেটাররা বৈশ্বিক আসরে গিয়ে কিছুই করতে পারে না অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। বোর্ড সেই টাকা ফেরত চায় না উল্লেখ করে তিনি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেন। তার এই বক্তব্যকে অপমানজনক হিসেবে দেখছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা। 

মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল পদে থেকে ক্রিকেটারদের এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা মেনে নেওয়া যায় না। খেলোয়াড়দের আত্মসম্মানে আঘাত লাগায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ক্রিকেটারদের দাবি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ না হয় তবে চলতি বিপিএল বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে যা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য এক বিশাল ধাক্কা। 

বিসিবির অর্থ কমিটির প্রধানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। বিসিবি এই সংকট নিরসনে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের এই কঠোর আল্টিমেটাম বিসিবিকে এক কঠিন চাপের মুখে ফেলে দিয়েছে। এখন দেখার বিষয় বোর্ড এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাজমুল ইসলামের বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft