বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম
শক্তিশালী ডলার ও মার্কিন যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের পুনর্মূল্যায়নের প্রভাবে বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। স্পট স্বর্ণ ০.৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৬১.৫১ ডলারে নেমে আসে। সেশনের শুরুতে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরে দাম কমে যায়। এর আগে ২৬ ডিসেম্বর স্বর্ণ রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৭১.৩০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতে অস্থির লেনদেনের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন এবং বিশেষ করে ভেনেজুয়েলা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করছেন। নেমো-মানি’র প্রধান বাজার বিশ্লেষক জেমি দুত্তা বলেন, পরিস্থিতি এখনও অস্থির থাকায় স্বল্পমেয়াদি মুনাফা গ্রহণ স্বাভাবিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৬ জানুয়ারি) ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের অবরোধে ভেনেজুয়েলায় আটকে থাকা সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনা নেয়া হয়েছে। এতে ওয়াশিংটন ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে সমন্বয়ের ইঙ্গিত মিলেছে, যা বাজারে প্রভাব ফেলেছে।

এদিকে ডলার দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে উচ্চ অবস্থানে থাকায় স্বর্ণসহ ডলারে মূল্য নির্ধারিত ধাতু কিনতে ব্যয় বেড়েছে। ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান এ বছর সুদহার কমানোর প্রয়োজনীয়তার কথা বললেও রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন তথ্যভিত্তিক ‘সূক্ষ্ম’ সিদ্ধান্তের ওপর জোর দিয়েছেন। বাজারে এ বছর দুই দফা সুদহার কমার সম্ভাবনা ধরা হচ্ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৯.৪০ ডলারে নেমেছে। প্লাটিনাম ৬ শতাংশ কমে ২ হাজার ২৯৭.৫৬ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়াম ৪.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৪০.১২ ডলারে লেনদেন হয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।  খবর রয়টার্স

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আমেরিকায় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
সুষ্ঠু নির্বাচনে মনোযোগ দেবে ইইউ: পর্যবেক্ষণ মিশনের প্রধান
৭ দিনে এলো রেমিট্যান্স আসলো ১১ হাজার কোটি টাকা
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শোকের আবহে মহীয়সীর প্রতি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের শ্রদ্ধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাংশায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মোশারফ হোসেন
জকসুতে শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের জয়
উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোসাব্বির হত্যা: কাওরান বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft