প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সহযোগীদের সম্পদ ‘তাৎক্ষণিকভাবে’ জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার।
সোমবার (৫ জানুয়ারি) বিবিসি এক লাইভ আপডেটে এ তথ্য জানায়।
সুইস সরকার জানায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেন এসব সম্পদ দেশটির বাইরে সরিয়ে নেওয়া না যায়। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণ হয় যে এসব সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে, তাহলে সুইজারল্যান্ড সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবে।
২০১৮ সাল থেকে সুইজারল্যান্ড ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। এরমধ্যে সম্পদ জব্দ এবং ৫৪ জন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে, সুইজারল্যান্ডে মাদুরোর ঠিক কী পরিমাণ বা কী ধরনের সম্পদ আছে, তা স্পষ্ট নয়। তবে, ২০২১ সালে একটি সুইস পত্রিকায় প্রকাশিত ফাঁস হওয়া নথির ভিত্তিতে বলা হয়, সুইস প্রসিকিউটররা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ থাকা কিছু ব্যাংক হিসাব শনাক্ত করেছেন, যা ভেনেজুয়েলায় সরকারি তহবিল আত্মসাৎ থেকে আসতে পারে বলে ধারণা করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন বাহিনী।
অপহরণের পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর, বন্দর ও গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছিল, যেখানে অধিকাংশ দোকান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ ছিল। এমন পরিস্থিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রোববার সকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ একই দিন টেলিভিশনে ভাষণ দিয়ে সেনাবাহিনী দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আহ্বান জানান।
আজকালের খবর/বিএস