যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা শহরে ইসরায়েলি বাহিনী গুলি করলে ১১ বছর বয়সী মেয়েটির প্রাণ যায়।
এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু ও এক নারীসহ আরও চার ফিলিস্তিনি আহত হন। আহতদের চিকিৎসার জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪১৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১১১০ জনের বেশি আহত হয়েছেন বলে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের দীর্ঘ যুদ্ধে এ পর্যন্ত ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
এদিকে গাজা সিটির একটি আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের দুই ঘটনায় এক ফিলিস্তিনি মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, মধ্য গাজা সিটির আল-দারাজ এলাকার আল-ইয়ারমুক আশ্রয়শিবিরে একটি তাঁবুতে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইসরায়েলের দীর্ঘস্থায়ী হামলায় গাজার বিশাল আবাসিক এলাকা ধ্বংস হয়ে যাওয়ায় লাখ লাখ ফিলিস্তিনি বর্তমানে অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। বিদ্যুৎ না থাকায় তীব্র জ্বালানি সংকটের মধ্যে রান্নাবান্না ও ঘর গরম রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ফলে এসব তাঁবুতে অগ্নিকাণ্ডের ঝুঁকি ক্রমশ বাড়ছে।
আজকালের খবর/ এমকে