শনিবার ১৫ নভেম্বর ২০২৫
মেন্টরস এর শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম
রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেন মেন্টরস এর কলাবাগান ও বনানী শাখার ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ক্যাম্পাস পরিদর্শনে ৪৮ সদস্যের শিক্ষার্থী ছাড়াও এই দলে ছিলেন তাদের ৩ জন শিক্ষক। 

ইউসিএসআই ইউনিভার্সিটি ক্যম্পাসে তাদের স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধি ও এডমিশন অফিসের কর্মকর্তারা।

ইউনিভার্সিটির হল রুমে এই শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন- ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন (এফসিএসডিআই) এর ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি আবিদা আফসারা গোলন্দাজ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ইউসিএসআই শিক্ষার্থী আশফিয়া মাশিয়াত ইসলাম।
প্রভোষ্ট চ্যান জো জিম ইউসিএসআই ইউনিভার্সিটির ওপর একটি প্রেজেন্টেশন দেন এবং জিইডি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ১ নাম্বার এবং ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কিউএস র‌্যাংকিংয়ে শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একটানা চার বছর যাবত তার অবস্থান ধরে রেখেছে। এশিয়ার মধ্যে ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় অষ্টম অবস্থানে আছে। এটি বাংলাদেশে ও মালয়েশিয়া সরকার অনুমোদিত বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম শাখা ক্যাম্পাস। এই ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে কোর্স সমূহ পড়ানো হয়। 

ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস নতুন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশে মা-বাবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের অসাধারণ সুযোগ এনেছে ইউসিএসআই বাংলাদেশ। মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। চলতি বছর ৩ কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। তাই নতুন শিক্ষার্থীদের জন্য ইউসিএসআই বাংলাদেশ আকর্ষণীয় ডেসটিনেশন।

পরে মেন্টরস এর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাসরুম, ল্যাব, ফ্যাকাল্টি এন্ড স্টুডেন্ট লাউঞ্জ এবং অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের গন্ডি পেরিয়ে ফারদিন এখন আন্তর্জাতিক অঙ্গনে
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ
ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে নির্বাচিত সরকার : শিল্প উপদেষ্টা
আজ থেকে চালু হলো পুলিশের নতুন পোশাক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি ঘাতক লিমন মিয়ার
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft