রবিবার ২ নভেম্বর ২০২৫
ঘূর্ণিঝড় ‘মন্থা’: বিকালের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:২৯ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বিকাল ৫টার মধ্যে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেরিভায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, ‘ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে সম্ভব্য বৃষ্টিপাত নিম্নরূপ :

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ, সিলেট জেলার মেঘালয় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নেত্রকোনা জেলার কোনো-কোনো উপজেলার ওপরে বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকাল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির আশংকা অপেক্ষাকৃত বেশি দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার ওপরে।

রাজশাহী বিভাগ: সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার ওপরে।

ঢাকা বিভাগ: আজ টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর ওপরে দুপুর ৩টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর জেলা এবং ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্রগ্রাম বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত
সাংস্কৃতিক জাগরণেই মুক্তি: সাপ্তাহিক ‘পঙক্তি’র দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তারা
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামছে ৯০ হাজার সেনা
তারেক রহমান বিদেশে থেকেও সংগঠনগুলোকে সুসংগঠিত রেখেছেন: এম এ মালিক
জুলাই আন্দোলনবিরোধী শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রবীন্দ্র নজরুল বাংলা গান সন্ধ্যা’ অনুষ্ঠিত
শাহজালালের দৌড়-ঝাপেই বিপাকে খিলগাঁও পূবালী শপিং সেন্টারের ব্যবসায়ীরা
নিজ বাড়িতে আওয়ামী লীগ নেতা খুন
মালয়েশিয়ায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft