রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম
নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দেশটিতে ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নেপালের সংবিধান দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, নেপালের মানুষ একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের যোগ্য, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করার ওপর ভিত্তি করে গড়ে উঠবে।

তিনি বলেন, এই দিনে আমরা নেপালের জনগণকে অভিনন্দন জানাই এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা ও একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গঠনে নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি।

এসময় রুবিও নেপালের জনগণের স্বচ্ছ ও সংবিধানসম্মত সরকার গঠনের আকাঙ্ক্ষাকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তার মতে, আসন্ন নির্বাচনের প্রস্তুতিকালে গণতান্ত্রিক সমাধান অর্জনে এটি অপরিহার্য।

এছাড়া, সাম্প্রতিক জেন জি বিক্ষোভে নিহতদের পরিবার ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) কমপ্যাক্টের মাধ্যমে নেপালের পরিবহন ও জ্বালানি খাতের অবকাঠামো সম্প্রসারণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-নেপাল অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। একইসঙ্গে এতে মার্কিন কোম্পানিগুলোর জন্যও ব্যবসার সুযোগ তৈরি হবে।

সূত্র: ইউএনবি

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে লিটন এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
বাড়ল স্বর্ণের দাম
৪ রাজনীতিবিদ নিয়ে রবিবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রবিবার প্রনসের আয়োজনে নজরুল-দর্শন নিয়ে কথা বলবেন কবি মজিদ মাহমুদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
হঠাৎ ট্রাম্প-জিনপিং ফোনালাপ
শরিফুল ইসলাম শরীফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন
বাংলাদেশকে কোনো ভিসা দেবে না আরব আমিরাত
এক ঘরে সন্তানের রক্তাক্ত লাশ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft