প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মনোনীত প্রার্থী আরিফ উল্লাহ দৈনিক আজকালের খবরের সাক্ষাৎকারে বলেছেন, ‘যার মধ্যে সততা থাকে না, হাজার গুণাবলি থাকলেও তিনি নেতৃত্বের আমানত রক্ষা করতে পারেন না।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখন শিক্ষাবান্ধব ও সৎ নেতৃত্ব প্রত্যাশা করে। আগের হল দখল বা বড় ভাইদের রাজনীতি তারা আর চায় না।
আরিফ উল্লাহর মতে, জুলাই আন্দোলনের সময় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তী সময়ে তারাই চাঁদাবাজি, বন্দর দখল এবং টেন্ডারবাজির মতো অপরাধে জড়িয়ে পড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির সততা ও দক্ষতার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। এর প্রমাণ হিসেবে তিনি ক্যাম্পাসে তাদের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন, যেমন— হেলথ ক্যাম্প, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা প্রদান, ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন এবং প্রতিটি হলে পাম্পিং মেশিন স্থাপন।
আজকালের খবর/ওআর